• ঢাকা
  • শনিবার, ১৭ মে, ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শামচুল গ্রেপ্তার


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: মে ১৭, ২০২৫, ১১:২৬ এএম
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শামচুল গ্রেপ্তার

নিষিদ্ধ ছাত্রলীগের গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা শাখার সভাপতি শামচুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে বাগেরহাটের চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের কুনিয়াবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শামচুল হক টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলার পাটগাতী ইউনিয়নের শ্রীরামকান্দি গ্রামের সিরাজ শেখের ছেলে।

এ তথ্য নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুনিয়া বাজার থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি শামচুল হককে গ্রেপ্তার করা হয়েছে।তার বিরুদ্ধে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়াবিষয়ক সম্পাদক শওকত হোসেন দিদার হত্যা মামলা, টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলাসহ একাধিক মামলা রয়েছে। আজ তাকে আদালতের মাধ্যমে গোপালগঞ্জ জেলহাজতে পাঠানো হবে।


Side banner
Link copied!