
বান্দরবানের লামা পৌরসভার লাইনঝিরি এলাকার আবুল খায়ের টোব্যাকো কোম্পানির তামাক ক্রয়কেন্দ্রের অফিস থেকে ১ কোটি ৭২ লাখ ৭৫ হাজার টাকা ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন চকরিয়া উপজেলার পূর্ব ভেউলা ইউনিয়নের পদ্মাছড়া এলাকার মারুফুল ওরফে আরিফ (৩৩), একই উপজেলার লক্ষ্যাচর ইউনিয়নের নাঈমুল ইসলাম ওরফে সাগর (৩১), লামা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আব্দুর রহিম (৩৬), একই এলাকার মো. সুজন (২৫) এবং সাবেক বিলছড়ি সিলেটিপাড়ার আনোয়ারা বেগম (৪৫)।
আটকদের দেওয়া তথ্য মতে, শুক্রবার (১৬ মে) রাতে অভিযান চালিয়ে ৩ লাখ ১৭ হাজার ২০০ টাকা উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, বান্দরবান জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ডাকাতদলের সদস্যদের গ্রেপ্তার করতে লামা ও পাশের চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।এ সময় ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ৫ জনকে আটক করে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, আটকদের দেওয়া তথ্যে বৃহস্পতিবার এক অভিযানে লামা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আব্দুর রহিমের কাছ থেকে ৫০ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। আবার তার দেওয়া তথ্য মতে শুক্রবার (১৬ মে ) রাতে লামা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড হতে মাটি খুঁড়ে ২ লাখ ৬৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। অন্য ডাকাতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।গত শুক্রবার (৯ মে) ভোরে ১৫/১৬ জনের সশস্ত্র ডাকাত দল অস্ত্রের মুখে আবুল খায়ের টোব্যাকো কোম্পানির হিসাব রক্ষকসহ অন্যদের জিম্মি করে ১ কোটি ৭২ লাখ ৭৫ হাজার ৬৩৮ টাকা টাকা লুট করে নিয়ে যায়।
আপনার মতামত লিখুন :