• ঢাকা
  • শনিবার, ১৭ মে, ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

বাড্ডায় গ্যাস লিকেজে একই পরিবারের শিশুসহ দগ্ধ ৫


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: মে ১৭, ২০২৫, ১১:২৪ এএম
বাড্ডায় গ্যাস লিকেজে একই পরিবারের শিশুসহ দগ্ধ ৫

রাজধানীর বাড্ডায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে একই পরিবারের শিশুসহ ৫ জন দগ্ধ হয়েছেন। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ১১টার দিকে থানার আফতাবনগর দক্ষিণ আনন্দনগর আনসার ক্যাম্প বাজারের পাশের একটি ৩ তলাবিশিষ্ট দালানের নিচতলায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন দিনমজুর তোফাজ্জল হোসেন (৪৫), তার স্ত্রী মানসুরা বেগম (৩৫) এবং তাদের ৩ মেয়ে তানিশা (০৪), মিথিলা (০৭) ও তানজিলা (১১)।দগ্ধ তোফাজ্জল ঠাকুরগাঁও সদর উপজেলার চিলা রং গ্রামের বাসিন্দা। পরিবার নিয়ে তিনি ভাড়া বাসায় আনন্দনগর থাকেন।

 

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দগ্ধদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. শরীফ জানিয়েছেন, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বাড্ডা থানার আফতাবনগর দক্ষিণ আনন্দনগর আনসার ক্যাম্প বাজারের পাশের একটি ৩ তলাবিশিষ্ট দালানের নিচতলায় এ ঘটনা ঘটে। এতে একই পরিবারের ৫ জন দগ্ধ হন।

তিনি বলেন, ওই বাসায় কোনোভাবে লিকেজ থেকে পুরো রুমটি গ্যাসে আচ্ছন্ন হয়েছিল। পরে দিয়াশলাই দিয়ে চুলা জ্বালানোর সময় বিকট শব্দে তাদের শরীরে আগুন লেগে যায়।পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

 

তিনি আরো বলেন, দগ্ধ তোফাজ্জল ঠাকুরগাঁও সদর উপজেলার চিলা রং গ্রামের বাসিন্দা। তিনি পরিবার নিয়ে আনন্দনগর থাকেন।


Side banner
Link copied!