• ঢাকা
  • রবিবার, ১৮ মে, ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

মতলব দক্ষিণ উপজেলা পরিদর্শনে বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দিন


FavIcon
সমির ভট্টাচার্য্য
প্রকাশিত: মে ১৮, ২০২৫, ১২:১০ পিএম
মতলব দক্ষিণ উপজেলা পরিদর্শনে বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দিন

মতলব দক্ষিণ উপজেলা পরিদর্শন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দিন। বিভাগীয় কমিশনারের আগমন উপলক্ষে শনিবার  (১৭ মে) বিকাল ৩ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উন্নয়ণ কার্যক্রম সম্পর্কে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন। এসময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি)  জাবেদ হোসেন চৌধুরী, মতলব দক্ষিণ থানার পুলিশ পরিদর্শক( তদন্ত), উপজেলা কৃষি অফিসার চৈতন্য পাল, উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাজীব কিশোর বনিক, উপজেলা প্রকৌশলী মেহেদী হাসান,  মতলব পৌরসভার নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান, সহকারী প্রকৌশলী মোঃ ফেরদৌস আলম, জনস্বাস্থ্য প্রকৌশলী,উপজেলা শিক্ষা অফিসার নাজমুন নাহার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  আনোয়ারুল ইসলাম, উপজেলা খাদ্য খালেদা আক্তার, উপজেলা সমবায় অফিসার মোঃ আসলাম  প্রমুখ।


মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নানা সমস্যার কথা শোনেন। বিশেষ করে কৃষি,শিক্ষা, স্বাস্থ্য, প্রকল্প বাস্তবায়ন অফিস,আইনশৃঙ্খলার উপর গুরুত্ব দিয়ে তিনি বৈষম্যহীন দেশ গড়তে সবাই আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান।


সভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব আফজালুর রহমানসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


অপরদিকে মতবিনিময় সভা শেষে উপজেলা ভুমি অফিস পরিদর্শন করেন এবং ভূমি অফিস চত্বরে আম ও লিচু গাছের চারা রোপন করা হয়।
 


Side banner
Link copied!