• ঢাকা
  • সোমবার, ১৯ মে, ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

মতলবে সিএনজির ধাক্কায় এক ব্যবসায়ী নিহত


FavIcon
সমির ভট্টাচার্য্য
প্রকাশিত: মে ১৮, ২০২৫, ১১:৪৬ পিএম
মতলবে সিএনজির ধাক্কায় এক ব্যবসায়ী নিহত

চাঁদপুরের  মতলব - বাবুরহাট আাঞ্চলিক মহা সড়কের বরদীায়া আড়ং বাজার এলাকায় দ্রত গতি সম্পন্ন  বেপরোয়া সিএনজির ধাক্কায় বরদীয়া বাজারের মুদি ব্যবসায়ী  মোবারকদী গ্রামের মৃত সত্যেন্দ্র দালালের ছেলে জীবন দালাল (৬৫) মৃত্যু বরণ করেন । বিষয়টি নিশ্চিত করেন মতলব দক্ষিন থানার ওসি সালেহ আহাম্মদ । 

১৮ মে রবিবার রাত সারে ৮টার সময় দোকান বন্ধ করে পায়ে হেটে বাড়ী ফেরার সময় একটি সিএনজি তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পরে । আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন ।
মৃত্যু কালে তিনি স্ত্রী ১ ছেলে ১ মেয়েসহ অসংখ্য আত্বিয় স্বজন রেখে গেছেন ।  নিহত জীবন দালালের লাশ বর্তমানে চাঁদপুর সদর হাসপাতালে আছেন । এলাকাবাসী সিএনজি আটক করেছে । 

এ বিষয়ে ওসি সালেহ আহাম্মদ বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি । লাশ চাঁদপুর সদর হাসপাতালে আছে  মামলা পক্রিয়াধীন রয়েছে। সিএনজি জব্দ করা হয়েছে ।


Side banner
Link copied!