• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

তাড়াশে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা বাশার গ্রেপ্তার


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: মে ২৬, ২০২৫, ১১:১২ এএম
তাড়াশে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা বাশার গ্রেপ্তার

একটি নাশকতা মামলার আসামি হিসেবে সিরাজগঞ্জের তাড়াশের দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. আবুল বাশারকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

রবিবার (২৫ মে) সন্ধ্যায় তাড়াশ থানা পুলিশ উপজেলার মাঝদক্ষিণা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আবুল বাশার দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক ও মাঝদক্ষিণা গ্রামের মো. কলিমুদ্দিন মাষ্টারের ছেলে।

গ্রেপ্তারের বিষয়টি তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রবিবার সন্ধ্যায় নাশকতার মামলার পলাতক আসামি দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক মো. আবুল বাশার এলাকায় আসেন। আর স্থানীয়রা বিষয়টি টের পেয়ে গোপনে তাড়াশ থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে তাড়াশ থানার পুলিশের একটি দল মাঝদক্ষিণা এলাকা থেকে আওয়ামী লীগ নেতা আবুল বাশারকে গ্রেপ্তার করে।

এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, আওয়ামী লীগ নেতা আবুল বাশার তাড়াশ থানার একটি নাশকতার মামলার আসামি।তিনি দীর্ঘদিন যাবৎ পালাতক ছিলেন। পরে গোপনে এলাকায় এলে তাকে গ্রেপ্তার করা হয়। আর সোমবার সকালে গ্রেপ্তারকৃতকে সিরাজগঞ্জ আদালতে পাঠানো হবে।


Side banner
Link copied!