• ঢাকা
  • বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৫, ০১:৪২ পিএম
দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে জানিয়ে আবহাওয়া অফিস বলছে, সব বিভাগে হতে পারে বজ্রসহ বৃষ্টি। কোথাও কোথাও ভারি বর্ষণের পূর্বাভাসও রয়েছে। তবুও বাড়তে পারে তাপমাত্রা।

সোমবার (২৫ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেয়া এক পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

 
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষের বাড়তি অংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এছাড়া মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

এ পরিস্থিতিতে আবহাওয়া অফিস বলছে, চলতি সপ্তাহজুড়ে দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেইসঙ্গে সারা দেশের কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারি বর্ষণ। এছাড়া ঝড়বৃষ্টির এ প্রবণতা আগামী সপ্তাহেও অব্যাহত থাকতে পারে।
 
এদিকে, তাপমাত্রা নিয়ে সংস্থাটি বলছে, আগামী ৩ দিন সারা দেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। যদিও আগামী বৃহস্পতিবার (২৮ আগস্ট) সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী শুক্রবার (২৯ আগস্ট) সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 
 


Side banner
Link copied!