• ঢাকা
  • শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী


FavIcon
মোঃ রহমত আলী, হবিগঞ্জঃ
প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫, ০২:৫৭ পিএম
হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী

হবিগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী প্রধান অতিথির বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি  কে গউস। তিনি বলেন, হাসিনা জনরোষের ভয়ে দেশ ছেড়ে পালিয়েছে। এই হাসিনা এতোটা বেপরোয়া ছিল কথায় কথায় বেগম খালেদা জিয়াকে কটাক্ষ করেছেন। কথায় কথায় বিএনপিকে কটাক্ষ করেছেন। কথায় কথায় দেশের জনগনকে কটাক্ষ করেছেন।  দম্ভ আল্লাহ বরদাশত করেনি। একেক সময় একেক কথা বলেছেন। 
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে  হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্দোগে  আলোচনা সভা ও বর্নাঢ্য রেলি অনুষ্ঠিত হয়েছে ।  আজ মঙ্গলবার বিকেলে ৫টায় হবিগঞ্জ পৌরসভা মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ  ।  প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় আন্তজার্তিক সম্পাদক আলহাজ্ব আহমেদ আলী মুকিব।  জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব এমদাদুল হক এমরানের পরিচালনায় প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশে কয়েক হাজার নেতা কর্মী অংশগ্রহণ করেন ।  সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন - সাবেক এমপি কেন্দ্রীয় বিএনপির সদস্য  শেখ সুজাত মিয়া, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, ইসলাম তরফদার তনু, মিজানুর রহমান চৌধুরী, ডাঃ আহমদুর রহমান আবদাল, এডভোকেট এনামুল হক সেলিম, কামাল উদ্দিন সেলিম, আব্বাস উদ্দিন, সৌদি যুবদলের সেক্রেটারী শেখ মোস্তাক আহমেদ, যুক্তরাজ্য যুবদলের যুগ্ম সম্পাদক সালেহ আহমেদ।  সমাবেশ শেষে পৌরসভা মাঠ প্রাঙ্গণ থেকে প্রতিষ্টা বার্ষিকীর  র‍্যালি শুরু হয়ে সারা শহর প্রদক্ষিণ করে চিলড্রেন পার্কে গিয়ে শেষ হয় ।
 


Side banner
Link copied!