• ঢাকা
  • শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

বিস্কুটের কার্টনে মিলল নবজাতকের মৃতদেহ


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৫, ০৬:০৪ পিএম
বিস্কুটের কার্টনে মিলল নবজাতকের মৃতদেহ

খাগড়াছড়িতে ছড়ার সেতুর নিচে বিস্কুটের কার্টন থেকে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে খাগড়াছড়ি পৌরসভার গেটসংলগ্ন ছড়ার সেতুর নিচ থেকে ওই নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, শহরের পৌরসভাসংলগ্ন সেতুটির নিচে একটি বিস্কুটের কার্টনে ভিতরে একটি নবজাতককে দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ওই নবজাতকের মৃতদেহ উদ্ধার করে। তবে কে বা কারা ওই শিশুটিকে ফেলে রেখে গেছে তা জানা যায়নি।


খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, খবর পেয়ে সেতুর নিচ থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
 


Side banner
Link copied!