• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

কয়রা সেতুর নিচ থেকে গলায় শিকল বাঁধা মরদেহ উদ্ধার


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: মে ২৭, ২০২৫, ১২:১০ পিএম
কয়রা সেতুর নিচ থেকে গলায় শিকল বাঁধা মরদেহ উদ্ধার

খুলনার কয়রায় গলায় শিকল বাঁধা অবস্থায় আব্দুল মজিদ সানা (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (২৭ মে) সকাল ৬টার দিকে পথচারীরা কয়রা সেতুর নিচে নদীর চরে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে সেখান থেকে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, কয়রা সেতুর নিচে একটি বাঁশের খুঁটির সঙ্গে শিকল বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে।

পরে স্থানীয়রা মরদেহটি শনাক্ত করেন। ওই ব্যক্তি উপজেলার নারায়নপুর গ্রামের মৃত মনজেল সানার ছেলে।

নিহতের ছেলে সাইদ সানা জানান, গতকাল সোমবার রাত ৯টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি তার বাবা। আজ সকালে জানতে পারেন তার বাবার মরদেহ পাওয়া গেছে।কয়রা থানার ওসি এমদাদুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি পরিকল্পিত হত্যা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।  


Side banner
Link copied!