• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

গোপালগঞ্জে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: মে ২৮, ২০২৫, ০২:৪২ পিএম
গোপালগঞ্জে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু

গোপালগঞ্জের মুকসুদপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আন্না বেগম (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৮মে) বেলা ১১টায় উপজেলার লোহাইর বনগ্রাম সড়কের লোহাইর মুন্সী বাড়ির কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহত আন্না বেগম লোহাইর গ্রামের সোহেল মুন্সির স্ত্রী।

নিহতের স্বামী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বুধবার সকালে বনগ্রাম বাজার থেকে কেনাকাটা করে ব্যাটারি চালিত ভ্যানে চড়ে লোহাইর গ্রামের বাড়িতে যাচ্ছিলেন।ভ্যানটি মুন্সী বাড়ির কাছে পৌঁছলে আন্না বেগমের গায়ে থাকা ওড়না ভ্যানের চাকায় ও গলায় পেঁচিয়ে রাস্তার ওপর আছড়ে পড়েন। এতে তিনি মারাত্মক আহত হন।

পরে পরিবারের লোকজন তাকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুকসুদপুর থানার ওসি মো. মোস্তফা কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মৃতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


Side banner
Link copied!