• ঢাকা
  • মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রাহায়ণ ১৪৩২

নারায়ণগঞ্জ ডিসি অফিসের নাজিরের অনিয়ম দুর্নীতির অভিযোগ


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৫, ১২:০৯ পিএম
নারায়ণগঞ্জ ডিসি অফিসের নাজিরের অনিয়ম দুর্নীতির অভিযোগ

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের জেলা নাজির মুহাম্মদ কামরূল ইসলামের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতিসহ  কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, মুহাম্মদ কামরূল ইসলাম একই কর্মস্থলে দীর্ঘ দিন থেকে  অনিয়ম, ঘুষ ও ক্ষমতার অপব্যবহার করে তার নামে-বেনামে বিপুল পরিমাণ স্থাবর–অস্থাবর সম্পদ গড়ে তুলেছেন। তার বর্তমান সম্পদের পরিমাণ কোটি টাকারও বেশি বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এছাড়া, স্থানীয় রাজনৈতিক মহলের আশ্রয়-প্রশ্রয়ে তার প্রভাব দিন দিন বেড়েছে। বিশেষ করে নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে জেলা প্রশাসনের নাজির পদে বহাল থাকতে সক্ষম হন তিনি। ওই সুযোগকে কাজে লাগিয়ে তিনি প্রশাসনের ভেতরে বিভিন্ন অনিয়ম, ঘুষ বাণিজ্য ও অবৈধ লেনদেনের মাধ্যমে সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে জেলা প্রশাসনের ভেতরে যেমন অসন্তোষ বিরাজ করছে, তেমনি সাধারণ জনগণের মধ্যেও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, মুহাম্মদ কামরূল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির এই অভিযোগগুলোর দ্রুত তদন্ত হওয়া জরুরি।
অভিযোগের বিষয়ে জানতে নাজির মুহাম্মদ কামরূল ইসলামের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।


Side banner
Link copied!