
ময়মনসিংহ নগরীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মাছুম (৩৮) নামে এক বাকপ্রতিবন্ধী অটোরিকশা চালক নিহত হয়েছেন।
বুধবার (২৩ অক্টোবর) রাত ১১টার দিকে দিঘারকান্দা-রহমতপুর বাইপাসের নটরডেম কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাছুম ফুলবাড়িয়া উপজেলার ভালুকজান এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, দুর্বৃত্তরা মাছুমের পিঠে ও গলায় ছুরিকাঘাত করে তার অটোরিকশা ছিনতাই করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আব্দুল্লাহ আল মামুন বলেন,
“ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।”
আপনার মতামত লিখুন :