হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের কাইছনাজুরী তিলতলী এলাকার ঐতিহ্যবাহী ১৫০ বছরের পুরোনো খেলার মাঠ উদ্ধার বিক্ষোভ মিছিল,মানববন্ধন, সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ৮টায় বিক্ষোভ মিছিল হয়। কাইছনাজুরী, ছিলামী, সিরাজনগর, শেখপাড়া ও বাসুদেবপুর এই পাঁচ গ্রামের ১৭ হাজার মানুষ দীর্ঘদিন ধরে মাঠটি ব্যবহার করে আসছিলেন খেলাধুলা, সামাজিক অনুষ্ঠান ও মিলনমেলার জন্য। তাছাড়া এখানে একটি শ্মশান ও কবরস্থান রয়েছে। কিন্তু আওয়ামীলীগের দোসর স্থানীয় শেখপাড়ার সিদ্দিক আলী ও তার ছেলে আলামিন, সোহাগ ও কাউসার, আব্দুল আহাদ ও আব্দুল হামিদসহ কয়েকজন সম্প্রতি মাঠের একটি অংশ দখল করে নেন বলে অভিযোগ উঠেছে। গ্রামবাসীরা তিন থেকে চারবার স্থানীয় পর্যায়ে সালিশি বৈঠকের মাধ্যমে বিষয়টির সমাধান করার চেষ্টা করলেও অভিযুক্তরা কোনো রায় মানতে রাজি হননি।
বরং রাতে তারা নিজেদের ট্রাক্টর দিয়ে মাঠের ভেতরে থাকা মুরগির ঘর ভেঙে ফেলে এবং আশপাশের অংশে কাটাকাটি চালায়। এতে ক্ষুব্ধ হয়ে আজ পাঁচ গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে তিলতলী মাঠে এক প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশে বক্তারা বলেন,“এই মাঠ আমাদের পূর্বপুরুষদের আমল থেকে গ্রামের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডের কেন্দ্রবিন্দু। আজকে কিছু প্রভাবশালী ব্যক্তি মিথ্যা মামলা দিয়ে আমাদের সন্তানদের মাঠচ্যুত করতে চাচ্ছে। আমরা প্রশাসনের কাছে দাবি মাঠ আমাদের ফিরিয়ে দেওয়া হউক।
আপনার মতামত লিখুন :