• ঢাকা
  • শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

মসজিদে মুসল্লি নিহতের ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে আসামি গ্রেফতার


FavIcon
মোঃ রহমত আলী, হবিগঞ্জঃ
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫, ০৬:১৩ পিএম
মসজিদে মুসল্লি নিহতের ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে আসামি গ্রেফতার

হবিগঞ্জের নবীগঞ্জে মসজিদের ভেতরে এক মুসল্লি নিহতের ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে আসামি গ্রেফতার করেছে র‍্যাব-৯। 

র‍্যাব-৯ সিপিসি-৩ হবিগঞ্জ এর একটি আভিযানিক দল  ৮ নভেম্বর জেলার মাধবপুর থানাধীন বাঘাসুরা ইউনিয়নের বাঘাসুরা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামি- রোসেল মিয়া(১৯) নবীগঞ্জ উপজেলার  বনগাঁও গ্রামের আতিক মিয়ার ছেলে। 

ঘটনার বিবরণে জানা যায় যে, গত ২২ আগস্ট   হবিগঞ্জের নবীগঞ্জে হাসানখালি এলাকায় একটি কালভার্ট এর নিচে জাবেদ মিয়া নামের একজনের লাশ পাওয়া যায়।

 উক্ত জাবেদ মিয়া হত্যা মামলার মূল অভিযুক্ত ভিকটিম ইমরুল মিয়া গত ১৬ সেপ্টেম্বর গ্রেফতার হন। 

২/১১/২০২৫ইং তারিখ জামিনে মুক্তি পেয়ে কারাগার থেকে বের হয়ে আসেন। এতে নিহত জাবেদের পরিবার ক্ষুদ্ধ ছিল বলে জানা যায়।

এরই প্রেক্ষিতে গত  ৭ নভেম্বর  শুক্রবার জুম্মার নামাজ শেষে ভিকটিম মসজিদ থেকে বের হওয়ার সময় নিহত জাবেদের ভাই রোসেল মিয়া হঠাৎ ইমরুলের উপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করেন।

গুরুতর আহত হয়ে ইমরুল মিয়া মসজিদের মেঝেতে লুটিয়ে পড়েন। স্থানীয় মুসল্লিরা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭ ঘটিকার সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
 


Side banner
Link copied!