• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

ডেঙ্গুতে আরও মৃত্যু ৪, হাসপাতালে ভর্তি ১১০১


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৫, ০৬:০৫ পিএম
ডেঙ্গুতে আরও মৃত্যু ৪, হাসপাতালে ভর্তি ১১০১

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চার জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ২৯২ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

এদিকে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ১০১ জন। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ৭৩ হাজার ৯২৩ জনে।

 
মঙ্গলবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে এখন পর্যন্ত ৭০ হাজার ৫২৯ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে তিন হাজার ৩৯৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
 


Side banner
Link copied!