
দেশে প্রথমবারের মতো শুরু হয়েছে বড় পরিসরের টাইফয়েড টিকাদান কার্যক্রম। রোববার (১২ অক্টোবর) থেকে শুরু হওয়া এই মাসব্যাপী ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী প্রায় ৫ কোটি শিশু-কিশোরকে বিনামূল্যে টিকা দেওয়া হবে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, টাইফয়েড টিকা শতভাগ নিরাপদ এবং ন্যূনতম পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়া প্রয়োগ করা সম্ভব। তারা আরও পরামর্শ দিচ্ছেন, সামনের বছরগুলোতেও এই টিকাদান কার্যক্রম চালু রাখা উচিত।
যেসব শিশুদের টিকার জন্য অনলাইন নিবন্ধন করা হয়নি কিংবা জন্ম নিবন্ধন নেই, তারা নিয়মিত টিকা কেন্দ্রে গিয়ে টিকা গ্রহণ করতে পারবে।
টাইফয়েড একটি সংক্রামক ব্যাকটেরিয়ার রোগ, যা প্রতিরোধযোগ্য। আক্রান্ত হলে দীর্ঘমেয়াদি শারীরিক জটিলতা, আর্থিক ক্ষতি এবং কখনও কখনও মৃত্যু পর্যন্ত হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১৯ সালের তথ্য অনুযায়ী, প্রতিবছর বিশ্বে প্রায় ৯০ লাখ মানুষ টাইফয়েডে আক্রান্ত হয়, যার মধ্যে মারা যায় এক লাখের বেশি। বাংলাদেশে ২০২১ সালে প্রায় ৪ লাখ ৭৮ হাজার মানুষ আক্রান্ত হন, মৃত্যু হয় ৮ হাজারের বেশি, যাদের মধ্যে ৬৮ শতাংশই শিশু।
আপনার মতামত লিখুন :