
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭১৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৭ জনে এবং মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৫১ হাজার ৪০৪ জনে।
মঙ্গলবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, মৃত্যুবরণকারীদের একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন ও অন্যজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ভর্তি হয়েছেন ঢাকা ও আশপাশের এলাকাগুলো থেকে। এছাড়া বরিশালে ১৩১ জন, চট্টগ্রামে ৭০ জন, খুলনায় ৪১ জন, ময়মনসিংহে ৩৪ জন, রাজশাহীতে ৩২ জন ও রংপুরে ১০ জন ভর্তি হয়েছেন।
একই সময়ে ৬৬৬ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৮ হাজার ৬৬৭ জন।
বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু এখন আর মৌসুমি নয়, বর্ষা শুরু হলে এর প্রাদুর্ভাব বাড়ে। তারা মশা নিধনে নিয়মিত ওষুধ ছিটানো, দক্ষ জনবল বৃদ্ধি ও জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :