• ঢাকা
  • শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ২৮ অগ্রাহায়ণ ১৪৩২

মতলবে বিশিষ্ঠ ঔষধ ব্যবসায়ী অজয় ঢালীর পরলোক গমন


FavIcon
সমির ভট্টাচার্য্য
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৫, ০৬:৪৫ পিএম
মতলবে বিশিষ্ঠ ঔষধ ব্যবসায়ী অজয় ঢালীর পরলোক গমন

চাঁদপুরের মতলব সদর বাজারের বিশিষ্ঠ ঔষধ ব্যবসায়ী ও মেডিসিন পয়েন্টের স্বত্বাধিকারী রিপন দত্তের ভগ্নিপতি অজয় ঢালী (৪২)  ১২ ডিসেম্বর শুক্রবার দুপুর আড়ইটার সময় মধ্য কলাদী ভাড়া বাসায় স্টোক জনিত কারণে মৃত্যুবরণ করেন ।

হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানাযায়  মতলব বাজারের বিশিষ্ট মেডিসিন ব্যবসায়ী,  মেডিসিন পয়েন্টের স্বত্বাধিকারী রিপন দত্তের ভগ্নিপতি অজয় ঢালী দুপুর ২টার সময় দোকান বন্ধ করে বাসায় গিয়ে হটাৎ অসুস্থ হয়ে পরলে পরিবারের লোকজন তাকে দ্রত মতলব দক্ষিন উপজেলা স্ব্যাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন । মৃত্যুকালে তিনি স্ত্রী ২ ছেলে সহ অসংখ্য আত্বীয় স্বজন গুনাগ্রাহী রেখে গেছেন । তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শত শত নারী পুরুষ হাসপাতালে ভীর জমায়।  তার মৃত্যুতে মতলব ও তার গ্রামের বাড়ী নলুয়াতে  শোকের ছায়া নেমে আসে । রাতে নলুয়া ঢালী বড়ীর পারিবারিক শশ্মানে শেষকৃত্যকার্য শেষ  হয়। 

অজয় ঢালীর অকাল মৃত্যুতে শোক জানিয়েছে উপজেলা হিন্দু বৈদ্ধ খৃস্টান যুব ঐক্য পরিষদের সভাপতি সাংবাদিক সমির ভাট্রাচার্য্য ও মতলব বাজার ক্যামিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতি তপন সরকার ও মেডিসিন পয়েন্টের সকল সদস্যরা ।


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!