শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় কৃষিজমির শ্রেণি পরিবর্তন না করে অবৈধভাবে মাছের ঘের নির্মাণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত এক চক্রকে দুই লাখ টাকা জরিমানা করেছে।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলার ছয়গাঁও ইউনিয়নের লাকার্তা এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে. এম. রাফসান রাব্বি।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, লাকার্তা এলাকায় কিছু ব্যক্তি কৃষিজমির শ্রেণি পরিবর্তন না করেই নিজস্ব উদ্যোগে সেখানে মাছের ঘের তৈরি করছিলেন। বিষয়টি নজরে এলে প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা নিশ্চিত হলে দুই লাখ টাকা জরিমানা আদায় করেন। একই সঙ্গে ভবিষ্যতে এমন কর্মকাণ্ড না করার শর্তে অভিযুক্তদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
এসি ল্যান্ড কে. এম. রাফসান রাব্বি বলেন, কৃষিজমি রক্ষা ও অনাবাদি জমিকে আবাদযোগ্য করার বিষয়ে সরকার কঠোর নির্দেশনা দিয়েছে। সে অনুযায়ী কৃষিজমির টপসয়েল রক্ষা, অবৈধ মাটি কাটাসহ জমির অপব্যবহার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি আরও জানান, জনস্বার্থে কৃষিজমি ও পরিবেশ সুরক্ষায় প্রশাসনের এসব কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :