ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির উপর গুলিবিদ্ধ ও গত ৫ই নভেম্বর চট্টগ্রাম আট আসনের বিএনপি'র মনোনয়ন প্রাপ্ত ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাকে গণ সংযোগ কালে সন্ত্রাসীদের কর্তৃক গুলিবিদ্ধ করার সহিংস ঘটনায় তদন্তের মাধ্যমে দুষ্কৃতিকারীদের শাস্তির দাবিতে জেলা বিএনপি ও যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল ৫ ঘটিকার সময় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গীর মোড়ে শেষ হয়। বিক্ষোভকারীরা শরীয়তপুর-ঢাকা সড়ক ৩০ মিনিট অবরোধ করেন।
অবরোধকারীরা জানান, নির্বাচনী তফসিল ঘোষণার পরদিনই এই হামলা ইন্টেরিম গভার্টমেন্টের ব্যর্থতার পরিচয় দিয়েছে। ওসমান হাদি চট্টগ্রামের এরশাদ উল্লাহর ওপর হামলাকারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে না পারলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। তাদের দাবি, হামলার ঘটনাটি পরিকল্পিত, এবং দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা প্রয়োজন।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট মৃধা নজরুল কবির,সদর পৌরসভার যুবদলের সভাপতি কামাল হোসেন ঢালী,বিএনপি নেতা আলী মোল্লাসহ জেলা বিএনপি,যুবদল, কৃষক দল ছাত্রদল বিএনপি'র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :