• ঢাকা
  • শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রাহায়ণ ১৪৩২

নির্বাচনকে বানচাল করার মতো কোনো শক্তি নেই পৃথিবীতে : প্রেস সচিব


FavIcon
নুরুজ্জামান শেখ:
প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ১১:২২ এএম
নির্বাচনকে বানচাল করার মতো কোনো শক্তি নেই পৃথিবীতে : প্রেস সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার মতো কোনো শক্তি পৃথিবীতে নেই বলে মন্তব্য করেছেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি আজ শুক্রবার সাড়ে ১১টার দিকে শরীয়তপুরের নড়িয়ার সুরেশ্বর দরবার শরীফ জিয়ারত শেষে সাংবাদিকদের  প্রশ্নের জবাবে একথা বলেন।
এ সময় তিনি বলেন, বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে আছেন। যারা আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করবে এবং আইনশৃঙ্খলা অবনতি করার চেষ্টা করবে, তাদের কঠোর হাতে দমন করা হবে।  যারা অনৈতিক দাবি নিয়ে নির্বাচন বানচাল করার চেষ্টা করবে, তাদের  সরকার কঠোর হাতে দমন করবে।
 নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ  সম্পর্কে  করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা পতিত স্বৈরাচারের পার্টি, তারা নিজেরাই নির্বাচন থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। তারা পলিটিক্যালি শান্তিপূর্ণভাবে আন্দোলন করবে, কিন্তু তারা সেটা না করে তাদের সরকার ও তাদের কর্মীরা সবাই রাইফেল পিস্তল নিয়ে মাঠে  নেমেছে বাচ্চাকাচ্চা ছেলেদের খুন করার জন্য । এ সময় উপস্থিত ছিলেন, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অনেকেই।


Side banner
Link copied!