ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলিবিদ্ধ হামলার ঘটনায় শরীয়তপুরে মানববন্ধন ও মশাল মিছিল করেছে এনসিপি ও সহযোগী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গীর মোড়ে শেষ হয়। বিক্ষোভকারীরা শরীয়তপুর-ঢাকা সড়ক ৩০ মিনিট অবরোধ করেন।
অবরোধকারীরা জানান, নির্বাচনী তফসিল ঘোষণার পরদিনই এই হামলা ইন্টেরিম গভার্টমেন্টের ব্যর্থতার পরিচয় দিয়েছে। ওসমান হাদির ওপর হামলাকারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে না পারলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। তাদের দাবি, হামলার ঘটনাটি পরিকল্পিত, এবং দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা প্রয়োজন।
এসময় উপস্থিত ছিলেন এনসিপি শরীয়তপুর জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোক্তার হোসেন সবুজ, সাংগঠনিক সম্পাদক ইমরান আল নাজির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলার মুখ সংগঠক আমিন মোহাম্মদ জিতু, জাতীয় যুবশক্তির আহ্বায়ক কাওসার মৃধা প্রমুখ নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :