ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রিজের ওপর ট্রাকচাপায় তাকমি শেখ রাকিব (১৭) নামে এক ছাত্রদল নেতাসহ দুইজন নিহত হয়েছেন। গতকাল রবিবার রাত সোয়া ৭টার দিকে উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের খুরশিদ মহল ব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিব পাঁচবাগ ইউনিয়নের তারাটিয়া গ্রামের সাবেক কৃষক দলনেতা আব্দুর রশিদের ছেলে। তিনি পাঁচবাগ ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
নিহত অপর তরুণ রিয়াদ ওরফে বাবু (২০) একই ইউনিয়নের টান দিঘীরপাড় গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, রবিবার রাত সোয়া ৭টার দিকে খুরশিদ মহল ব্রিজের ওপর চলন্ত মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশাকে দ্রুতগামী একটি ট্রাক পিছন দিক থেকে চাপা দিয়ে চলে যায়। এতে মোটরসাইকেল আরোহী বাবু ঘটনাস্থলেই মারা যান এবং একই মোটরসাইকেলের আরোহী পাঁচবাগ ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাকমি শেখ রাকিবসহ অটোরিকশায় থাকা অজ্ঞাত ৩ যাত্রী আহত হন। আহতদের মধ্যে রাকিব এবং বাবু মারা যান।
পাগলা থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি পার্শ্ববর্তী হোসেনপুর থেকে জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা হয়েছে।
আপনার মতামত লিখুন :