• ঢাকা
  • শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৪ মাঘ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে ৩ কোটি টাকার হেরোইনসহ আটক -১


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০১:৫০ পিএম
চাঁপাইনবাবগঞ্জে ৩ কোটি টাকার হেরোইনসহ আটক -১

চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় একটি বসতবাড়ি থেকে ৩ কোটি ১০ লাখ টাকা মূল্যের ৩ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ এবরান আলী (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব।

শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা সোনাপট্টি এলাকায় নিজ বসতবাড়ি থেকে এসব মাদকদ্রব্যসহ হাতেনাতে মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ী এবরান আলী মালবাগডাঙ্গা সোনাপট্টি এলাকার মো. মাহাতাব উদ্দিনের ছেলে।

শনিবার (১৭ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে র‍্যাব-৫ সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এবরান আলীর বাড়িতে অভিযান পরিচালনা করে তার হেফাজতে থাকা বাজার করার ব্যাগের ভেতর আলাদাভাবে ৩০টি স্বচ্ছ পলিথিন প্যাকেটে থাকা এসব হেরোইন উদ্ধার করা হয়। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আটক মাদক ব্যবসায়ী ও হেরোইন সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


Side banner
Link copied!