• ঢাকা
  • রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৪ মাঘ ১৪৩২

সিরেজগঞ্জ সলঙ্গায় মা-বাবার দোয়া খাবার হোটেলের আড়ালে বিক্রি হচ্ছে মাদক


FavIcon
জহুরুল ইসলাম:
প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০৭:৩০ পিএম
সিরেজগঞ্জ সলঙ্গায় মা-বাবার দোয়া খাবার হোটেলের আড়ালে বিক্রি হচ্ছে মাদক

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের নাটোর রাজশাহী মহাসড়কের পাশে সি,আর,বি,সি, নামক এলাকায় মা-বাবার দোয়া খাবার হোটেলের আড়ালে দীর্ঘদিন যাবত বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। 

 

তথ্য অনুসন্ধান ও গোপন সংবাদের ভিত্তিত্বে ওই খাবার হোটেলের অন্তরআলে লুকিয়ে থাকা দীর্ঘদিন যাবত ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন মাদক বিক্রির সকল প্রকার ভিডিও ফুটেজ ধারণ করা হয়।। 

 

তথ্য অনুসন্ধানে আরও জানাযায়, সি,আর, বি,সি, মা-বাবার দোয়া খাবার হোটেলে চড়িয়া কালিবাড়ী গ্রামের মৃত্য দুলাল হোসনের ছেলে সুজন আলী দীর্ঘদিন যাবত গাঁজা-ইয়াবা সেবন ও হোটেলে থাকা গাড়ীর ড্রাইভার ও হেল্পারদের কাছে এ মাদক বিক্রি করে আসছে। 

 

এবিষয়ে মা-বাবার দোয়া হোটেলের মালিক মোহাম্মদ আলীর সাথে মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। তবে তার এক দোকান কর্মচারী প্রতিবেদককে বলেন সুজন একটু খায় ও ড্রাইভারদের কাছে বিক্রি করে ওকে কিছু বইলেন না বিক্রি করছে করুক। 

 

স্থানীয়রা বলছেন,এখানে র‌্যাব ১২ সিরাজগঞ্জ এর হেড অফিস-সলঙ্গা থানা ও হাইওয়ে থানা অবস্থিত।

আইনশৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা বিভাগের চোখ ফাঁকি দিয়ে হোটেল ব্যবসার আড়ালে মাদক ব্যবসা পরিচালনা করাটা একপ্রকার কাততালীয় ব্যপার বলেই মনে হয়েছে। 

 

এবিষয়ে সলঙ্গা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইমাম জাফর এর কাছে মুঠোফোনে হোটেলে মাদক বিক্রির বিষয়ে জানতে চাইলে, তিনি বলেন, মাদক বিক্রি বিষয়ে কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে।


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!