• ঢাকা
  • শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৪ মাঘ ১৪৩২

দেশের বিভাগীয় শহরে ইইউর নির্বাচন পর্যবেক্ষক দলের সফর শুরু


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০১:৩৫ পিএম
দেশের বিভাগীয় শহরে ইইউর নির্বাচন পর্যবেক্ষক দলের সফর শুরু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিস্থিতি পর্যবেক্ষণে দেশের বিভাগীয় শহরগুলোতে যাচ্ছেন ইউরোপীয় ইউনিয়নের ৫৬ পর্যবেক্ষক।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানের মাধ্যমে ইইউর পর্যবেক্ষকরা বিভাগীয় শহরগুলোতে রওনা হয়েছেন।

অনুষ্ঠানে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের উপ-প্রধান ইনতা লাসে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনে প্রভাব ফেলছে কি না, তা গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করবে ইইউ।
 
তিনি আরও বলেন, আমরা দেখেছি, ২০২৪ সালে কী ঘটেছে বাংলাদেশে। এ নির্বাচনটি ঢাকার জন্য ঐতিহাসিক নির্বাচন।
 
ইইউর পর্যবেক্ষক দল নিরাপদভাবে নির্বাচন পর্যবেক্ষণ করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন ইনতা লাসে।
 
তিনি জানান, নির্বাচন ঘনিয়ে এলে আরও ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক যুক্ত হবেন। সব মিলিয়ে নির্বাচনের দিন প্রায় ২০০ জন পর্যবেক্ষক মাঠে থাকবেন।
 
পর্যবেক্ষক দল জানায়, নির্বাচন প্রশাসন, প্রার্থী, রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং নাগরিক পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক করবেন ইইউ। শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও তাদের কার্যক্রম চলবে।


Side banner
Link copied!