শরীয়তপুর জাজিরা উপজেলার বিলাসপুরে বোমা তৈরির সময় বিস্ফোরণে আহত আরও এক যুবক মারা গেছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজন। এ ঘটনায় জাজিরা থানার পুলিশ ১১ জনকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নয়ন মোল্লা (২৭) যুবক মারা গেছে, জানান জাজিরা থানার ওসি তদন্ত আব্দুস সালাম।
গত ৮ জানুয়ারি ভোর ৪টার দিকে জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই বেপারীকান্দি গ্রামের সাগর বেপারীর বাড়িতে এ ঘটনা ঘটে জানান জাজিরা থানার ওসি সালেহ আহম্মেদ। গত ১২ জানুয়ারি ডগ স্কোয়াড নিয়ে যৌথ বাহিনীর অভিযানে ৪৫টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।
নিহত নবীন সরদার (২৮) ওই গ্রামের রহিম সরদারের ছেলে। সকালে ঘটনাস্থলে মারা যান একই এলাকার দেলোয়র হোসেন বেপারীর ছেলে সোহান বেপারী (৩২)। জয়নাল মোল্লা ছেলে নয়ন মোল্লা (২৭)
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, কয়েকদিন ধরে এলাকায় উত্তেজনা চলছিল। ৮ জানুয়ারি ভোর ৪টার দিকে একটি বাড়িতে বিকট শব্দ হয়। পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বোমা বিস্ফোরণে একটি দোচালা টিনের সম্পূর্ণ বিধ্বস্ত হয়। এর কিছু দূরে পিয়াজ ক্ষেতে সোহান বেপারী লাশ পাওয়া যায়।
এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন; যারা গোপনে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে নবীন, নয়ন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
ওসি সালেহ আহমদ বলেন, নবীন সরদার, নয়ন মোল্লাসহ ৩ জন যুবকের মারা যায়। তবে এ ঘটনায় মোট ১১জনকে গ্রেফতার করা হয়েছে।বিলাসপুর ইউনিয়নে অভিযান অব্যাহত আছে।
আপনার মতামত লিখুন :