• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

বাল্য বিয়ে পড়ানোয় কাজীর কারাদণ্ড, বর ও কনের বাবাকে অর্থদণ্ড


FavIcon
জামালপুর প্রতিনিধিঃ
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২০, ০৫:৫১ পিএম
বাল্য বিয়ে পড়ানোয় কাজীর কারাদণ্ড, বর ও কনের বাবাকে অর্থদণ্ড

বকশীগঞ্জে বাল্য বিয়ে নিবন্ধনের চেষ্টার অভিযোগে রফিকুল ইসলাম নামে এক কাজীর ছয় মাসের কারাদণ্ড ও বর ও কনের বাবাকে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দিবাগত রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজা এ আদেশ দেন।বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম সম্রাট জানান, বৃহস্পতিবার মধ্য রাতে বকশীগঞ্জ উপজেলার মেষেরচর গ্রামের ১৯ বছর বয়সী বরের সঙ্গে নীলাক্ষিয়া ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের ১৩ বছরের এক কিশোরীর বিয়ে ঠিক হয়। নিজ বাড়িতে বিয়ে নিবন্ধনের চেষ্টা করেন টিকরকান্দির মাস্টার বাড়ির কাজী রফিকুল ইসলাম।খবর পেয়ে কাজীর বাড়িতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। পরে ইউএনও বাল্য বিয়ে নিবন্ধনের চেষ্টার অভিযোগে কাজী রফিকুল ইসলামের ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন। একই সময় ওই আদালত কনের বাবা ও বরের বাবাকে অর্থদণ্ডে দণ্ডিত করেন।

 


Side banner
Link copied!