• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

ঝিনাইগাতীতে হতদরিদ্রদের পাকা ঘর দেওয়ার কথা বলে অর্থ আদায়


FavIcon
শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২০, ০৯:৫৫ পিএম
ঝিনাইগাতীতে হতদরিদ্রদের পাকা ঘর দেওয়ার কথা বলে অর্থ আদায়

শেরপুরের ঝিনাইগাতীতে ট্রাইবাল ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নবেশ খকসীর বিরুদ্ধে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর হতদরিদ্রদের মাঝে পাকা ঘর দেওয়ার নামে অনিয়ম ও অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে।সরেজমিন গেলে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর হতদরিদ্র, গরিব-অসহায়, খেটে খাওয়া লোক ও পাকা ঘর পাওয়া ভুক্তভোগীসহ সুবিধা বঞ্চিতরা তুলে ধরেন এসব অভিযোগ।জানা যায়, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী মুজিববর্ষ পালন উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর হতদরিদ্র, গরিব-অসহায়, খেটে খাওয়া লোকদের জীবনমান উন্নয়নের লক্ষে আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় ২০১৯-২০ অর্থ বছরের উপজেলায় ১০টি পাকা ঘর বরাদ্দ হয়। এর প্রতিটি ঘরের ব্যায় ২ লাখ ২০ হাজার টাকা। এসব ঘর প্রদানে তালিকা তৈরি ও নির্মাণ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার রুবেল মাহমুদ। তবে যেহেতু নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর জন্য বরাদ্দ, এ জন্য ঘর বিতরণের তালিকা করেন উপজেলা ট্রাইবাল ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নবেশ খকসী। তিনি বেশিরভাগ টাকার বিনিময়ে ও স্বজনপ্রীতির মাধ্যমে নিকটতম আত্মীয়সহ চাকরিজীবীদের মাঝে ঘর প্রদান করেন। এতে পাকা ঘর পেলেও ক্ষতিগ্রস্ত বলে অভিযোগ তুলেন ভুক্তভোগীরা।নাম প্রকাশে অনইচ্ছুক বাকাকোড়া গ্রামের হতদরিদ্র এক গৃহবধূ বলেন, আমগোর ট্যাহা নাই। মানষের কাছে হাওলাদ করে ৩০ হাজার ট্যাহা দিছি। পরে ঘর দিছে। তার মতো আরো কয়েকজন জানান এ অভিযোগ। অপরদিকে ঘর নেই। বসবাস করেন অন্যের বাড়িতে। এমন লোক এই সুবিধা থেকে বঞ্চিত।একই গ্রামের হতদরিদ্র অনাথ সাংমার স্ত্রী দিনা সাংমা (২৬) বলেন, পোলাপান নিয়া মানষের বাইত থাহি। কতো কষ্ট করি। ট্যাহা নাই। হের লাইগা ঘর দেয় নাই। এমন অভিযোগ এলাকার হতদরিদ্র অনেকেরই। এ ব্যাপারে উপজেলা ট্রাইবাল ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নবেশ খকসীর সাথে যোগাযোগ করেও পাওয়া যায়নি।তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ বলেন, এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রধান্ত্রীর উপহার সঠিকভাবে প্রদান হবে। এর সুবিধা ভোগ করবে হতদরিদ্ররা। এমনটাই প্রত্যাশা সকলের। 


Side banner
Link copied!