• ঢাকা
  • বুধবার, ০৪ অক্টোবর, ২০২৩, ১৯ আশ্বিন ১৪৩০

সাঈদী ইস্যুকে কেন্দ্র করে নাশকতা করলেই কঠোর ব্যবস্থা


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৩, ০৯:৪৪ পিএম
সাঈদী ইস্যুকে কেন্দ্র করে নাশকতা করলেই কঠোর ব্যবস্থা
ছবি - সংগৃহীত

সাঈদী ইস্যুকে কেন্দ্র করে যারাই নাশকতা করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে পুলিশ ক‌ঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
বুধবার (১৬ আগস্ট) বিকেলে রাজারবাগ পুলিশ লাইন্সে শোক দিবসের আলোচনা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। নাশকতাকারীদের শিগগিরই আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে চিকিৎসক সাঈদীর চিকিৎসা করেছেন তা‌কে হুমকি দেয়ার বিষয়ে করা এক প্রশ্নের জবাবে আইজিপি জানান, হুমকিদাতাদের চিহ্নিত করার কাজ চলছে।শিগগির তা‌দের আইনের আওতায় আনা হবে।
জঙ্গি নিয়ে পুলিশ সতর্ক আছে জানিয়ে তিনি বলেন, যে কোন পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।


Side banner
Link copied!