• ঢাকা
  • বুধবার, ০৭ জানুয়ারি, ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাবিউল ইসলামসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০৪:০৫ পিএম
এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাবিউল ইসলামসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

নাটোরে একটি প্রাইভেটকার থেকে প্রায় ৩৭ লাখ টাকা উদ্ধারের ঘটনায় গাইবান্ধা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) তৎকালীন নির্বাহী প্রকৌশলী সাবিউল ইসলামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের রাজশাহী সমন্বতি জেলা কার্যালয়ের সহকারি পরিচালক ইসমাইল হোসেন বাদী হয়ে সোমবার (৫ জানুয়ারি) সকালে মামলাটি দায়ের করেন।

মামলায় নির্বাহী প্রকৌশলী সাবিউল ইসলাম ছাড়াও গাইবান্ধা শহরের বাপ্পী কুমার দাস ও তার ছেলে বিন্তু কুমার দাসকে আসামি করা হয়েছে।
 
২০২৫ সালের ১৩ মার্চ রাতে নাটোরের সিংড়া উপজেলার চলনবিল গেট এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে যানবাহন তল্লাশিকালে গাইবন্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাবিউল ইসলামকে বহনকারী প্রাইভেটকার থেকে ৩৬ লাখ ৯৪ হাজার ৩শ'টাকা জব্দ করে পুলিশ।
 
সিংড়া থানার পুলিশের জিডির সূত্র ধরে বিষয়টি নিয়ে তদন্তে নামে দুদক। নির্বাহী প্রকৌশলী সাবিউল বর্তমানে এলজিইডি সদর দফতরে কর্মরত রয়েছেন।
 


Side banner
Link copied!