• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রাহায়ণ ১৪৩১

কুমিল্লায় অস্ত্র-গুলিসহ ৫ ছিনতাইকারী গ্রেপ্তার


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মে ১২, ২০২৪, ০৬:১৯ পিএম
কুমিল্লায় অস্ত্র-গুলিসহ ৫ ছিনতাইকারী গ্রেপ্তার

কুমিল্লায় ডাকাতিসহ দুটি ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পুলিশের হাতকড়া, পুলিশের পোশাক, জুতা, অস্ত্র, স্বর্ণ, মোবাইল ফোন, বিভিন্ন তালার ১১০টি চাবি, তিনটি মোটরসাইকেল, একটি সিএনজিচালিত অটোরিকশা, একটি পিকআপভ্যান উদ্ধার করা হয়।

রোববার (১২ মে) দুপুরে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশ সুপার আব্দুল মান্নান।
তিনি বলেন, সম্প্রতি কুমিল্লা নগরীর কয়েকটি স্থানে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। যার মধ্যে একটি ঘটনায় পুলিশ পরিচয়ে ছিনতাই করা হয়। ঘটনার পর থেকেই পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছিল।

ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে পুলিশের ব্যবহৃত পোশাক, হাতকড়া, জুতা, অস্ত্র ও গুলিসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, নগরীর মুরাদপুর এলাকার সুমন ও সুজন, উত্তর চর্থ এলাকার মো. হাসান, চাঁদপুর এলাকার রাশেদুল ইসলাম মাহি এবং বরুড়া উপজেলার মুকুন্দপুর গ্রামের মোহাম্মদ রাকিব হাসান।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক চুরি, ছিনতাই ও ডাকাতি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।


Side banner
Link copied!