
ঘুষ ছাড়া কোনো কাজ করেন না মুন্সিগঞ্জ জেলার রাজানগর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) ইব্রাহিম মিয়া।
অনিয়ম, ঘুষ, দুর্নীতি,হয়রানি,সহ বিভিন্ন অভিযোগ রয়েছে ওই কর্মকর্তার বিরুদ্ধে। ভূমি অফিসের চৌকাঠ পেরুলেই ভূমি কর্মকর্তা ইব্রাহিম মিয়ার নিজের করা আইন মানতে হয় ভূমিসেবা নিতে সাধারণ মানুষকে।
কেউ এর প্রতিবাদ করলেই ওই ভূমি কর্মকর্তা স্থানীয় একটি সংঘবদ্ধ দালাল চক্রকে লেলিয়ে দেন সেবা নিতে আসা লোকজনের ওপর।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুমি মালিকেরা বলেন,তার দাবিকৃত ঘুষের অর্থ দিতে অস্বীকার করলে নানা টালবাহানা করে জমির মালিকদের হয়রানি করেন তিনি।
সরেজমিনে জানা গেছে, ভূমি অফিসে নামজারি, জমাভাগ, খাজনা আদায়, জমির পর্চা (খসড়া) তোলা সহ সকল কাজে সরকারি নিয়মকে তোয়াক্কা না করে অনৈতিকভাবে বাড়তি টাকা নেয়া হচ্ছে। চুক্তির টাকা ছাড়া কোনো ফাইলই নড়ে না। তার দুর্নীতির কারণে অতিষ্ঠ হয়ে পড়েছেন ভুমি মালিকেরা। ভূমি কর্মকর্তা ইব্রাহিম মিয়া এর সাথে বিভিন্ন মহলের রয়েছে যথেষ্ট ভাব। আবার বছরের পর বছর একই অফিসে চাকরি করে অবৈধ ভাবে সম্পদের পাহাড় গড়েছেন তিনি। শুধু তাই নয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পৈশাচিক কায়দায় দমনে উস্কানী প্রদান ও অর্থায়ন,আওয়ামী ম্যান। সরকার পতন হলেও থেমে থাকে নি তার
অনিয়ম, ঘুষ, দুর্নীতি। ”যার ফলে বিভিন্ন মহলকে ম্যানেজ করে তাদের ক্ষমতার অপব্যবহার করে দিনের পর দিন তিনি দুর্নীতি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন সাধারণ জনগণ ও নিরীহ মানুষের নিকট হতে। ঘুষখোর এই ভূমি কর্মকর্তা তাঁর ইচ্ছামত দুর্নীতি করে চলেছেন।এ ধরনের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া না হলে ভূমিসেবার মতো গুরুত্বপূর্ণ খাত আরও দুর্নীতির আখড়া হয়ে উঠবে।
আপনার মতামত লিখুন :