• ঢাকা
  • শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

মিয়ানমারে পাচারকালে ৭৪২ বস্তা ইউরিয়া সারসহ আটক ১১


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: মে ৮, ২০২৫, ০১:০৫ পিএম
মিয়ানমারে পাচারকালে ৭৪২ বস্তা ইউরিয়া সারসহ আটক ১১

মিয়ানমারের রাখাইন রাজ্যে অবৈধভাবে পাচারের সময় ৭৪২ বস্তা ইউরিয়া সারসহ ১১ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার (৮ মে) সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, ভোরে কোস্ট গার্ডের জাহাজ বিসিজিএস মনসুর আলী সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ থেকে প্রায় ৪ নটিক্যাল মাইল দক্ষিণে একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকাকে সন্দেহজনক মনে করে নজরে আনে।

বর্তমানে বঙ্গোপসাগরে ৫৮ দিনের মৎস্য আহরণ নিষেধাজ্ঞা চলছে, ফলে ওই এলাকায় কোনো মাছ ধরার নৌকা থাকার অনুমতি নেই। এ অবস্থায় সংকেত দেওয়ার পরও নৌকাটি পালানোর চেষ্টা করে। পরে ঘণ্টাব্যাপী ধাওয়া চালিয়ে নৌকাটি আটক করে কোস্ট গার্ড সদস্যরা।

নৌকাটিতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ৭৪২ বস্তা ইউরিয়া সার এবং আটক করা হয় ১১ জন পাচারকারীকে। তারা কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ও চট্টগ্রামের বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানায় কোস্ট গার্ড।

পরে জব্দ করা সার টেকনাফ কাস্টমসের কাছে, এবং আটক পাচারকারী ও নৌযান টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড কর্মকর্তা হারুন-অর-রশীদ আরও জানান, উপকূলীয় এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় ২৪ ঘণ্টা টহল কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ কোস্ট গার্ড। এর ফলে চোরাচালান উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


Side banner
Link copied!