
রাজধানীর মিরপুর পশ্চিম শেওড়াপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে একদল কিশোর অপরাধী স্থানীয় জনগণের শান্তিপূর্ণ জীবনকে দুর্বিষহ করে তুলেছে। স্থানীয়দের ভাষ্যমতে, এই চক্রের নেতৃত্বে রয়েছে এক ব্যক্তি, যিনি 'পিচ্চি আরিফ' নামে পরিচিত।
পিচ্চি আরিফ, যাকে পশ্চিম শেওড়াপাড়ার ‘কিশোর গ্যাং’ অপরাধের হোতা হিসেবে সকলের পরিচিত। তার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একাধিক মামলা রয়েছে, যার মধ্যে ছিনতাই, মাদক ব্যবসা ও অস্ত্রসহ গ্রেফতারির অভিযোগ রয়েছে।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, সে একটি সংঘবদ্ধ অপরাধী গোষ্ঠীর নেতৃত্ব দেয়, যার সদস্য সংখ্যা প্রায় ৩৫-৪৫ জন। এই গোষ্ঠী এলাকায় চাঁদাবাজি, মাদক সেবন ও বেচাকেনা, এবং ছিনতাই অপরাধে যুক্ত।
পূর্বে যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল , তবে ৫ই আগস্টের পর থেকে সে রাজনৈতিক আশ্রয় হারিয়ে পূর্ণমাত্রায় অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে।
এই পরিস্থিতিতে এলাকাবাসী যথেষ্ট উদ্বিগ্ন এবং নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন, দ্রুত এই চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক এবং এলাকায় শান্তি ফিরিয়ে আনা হোক।
আপনার মতামত লিখুন :