• ঢাকা
  • রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৯ অগ্রাহায়ণ ১৪৩২

নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫, ০৬:০৪ পিএম
নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার

চলতি নভেম্বর মাসের প্রথম ২২ দিনে দেশ এসেছে ২১৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় ৯ কোটি ৭০ লাখ ডলার করে পাঠিয়েছেন প্রবাসীরা।

রোববার (২৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নভেম্বরের ১ থেকে ২২ তারিখ পর্যন্ত প্রবাসী আয় এসেছে মোট ২১৩ কোটি ৪৯ লাখ ৯০ হাজার ডলার
এর মধ্যে—

  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক: ৪২ কোটি ৪০ লাখ ৭০ হাজার ডলার

  • বিশেষায়িত ব্যাংক: ২১ কোটি ৭৮ লাখ ৮০ হাজার ডলার

  • বেসরকারি ব্যাংক: ১৪৮ কোটি ৮৯ লাখ ৯০ হাজার ডলার

  • বিদেশি খাতের ব্যাংক: ৪০ লাখ ৫০ হাজার ডলার

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, নভেম্বরের সপ্তাহভিত্তিক রেমিট্যান্স প্রবাহ ছিল—

  • ১৬–২২ নভেম্বর: ৬১ কোটি ২২ লাখ ৭০ হাজার ডলার

  • ৯–১৫ নভেম্বর: ৭৬ কোটি ৮৪ লাখ ৮০ হাজার ডলার

  • ২–৮ নভেম্বর: ৭১ কোটি ১০ লাখ ৭০ হাজার ডলার

  • ১ নভেম্বর একদিনেই: ৪ কোটি ৩১ লাখ ৮০ হাজার ডলার

এর আগে, গত দুই মাসে রেমিট্যান্স এসেছে—

  • অক্টোবর: ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার

  • সেপ্টেম্বর: ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার

এছাড়া—

  • আগস্টে: ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার

  • জুলাইয়ে: ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স দেশে আসে।

বাংলাদেশ ব্যাংক জানায়, সদ্য সমাপ্ত ২০২৪–২৫ অর্থবছরে রেমিট্যান্স আয় ছিল ৩০.৩২ বিলিয়ন ডলার, যা দেশের ইতিহাসে কোনো এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।


Side banner
Link copied!