• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৮ পৌষ ১৪৩২

স্থানীয়দের সঙ্গে শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘর্ষ


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: জুন ১৬, ২০২৩, ১১:১১ পিএম
স্থানীয়দের সঙ্গে শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘর্ষ
ছবি: সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে। উভয়পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া ও ইটপাটকেল ছোড়া হচ্ছে। আজ শুক্রবার (১৬ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।
খোঁজ নিয়ে জানা যায়, বহিরাগতদের বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকতে না দেওয়ায় সিকিউরিটি গার্ডের সঙ্গে বাগবিতণ্ডা হয় তাদের। একপর্যায়ে নিরাপত্তাকর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করায় বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী তাদের ভেতরে যেতে বাধা দেয়। তর্কাতর্কির একপর্যায়ে শিক্ষার্থী ও স্থানীয় বহিরাগতদের মধ্যে হাতাহাতি হয়। এতে উভয়পক্ষ বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে মুখোমুখি অবস্থান নেয়। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ফটকের সামনের সড়ক অবরোধ করেন।

জালালাবাদ থানা সূত্রে জানা যায়, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চলছে।
বিশ্ববিদ্যালয়ে প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ঝামেলা হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। দু’পক্ষের সঙ্গে বসে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।


Side banner
Link copied!