• ঢাকা
  • সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

বিশ্ব শিক্ষক দিবস আজ


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৫, ০১:০১ পিএম
বিশ্ব শিক্ষক দিবস আজ

আজ (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে দিনটি।
এ বছর দিবসটির প্রতিপাদ্য— ‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’।

১৯৯৫ সাল থেকে প্রতিবছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। ইউনেস্কোর উদ্যোগে এই দিবসটি পালনের মূল লক্ষ্য— শিক্ষা ও উন্নয়নে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি জানানো।

বর্তমানে বিশ্বের ১০০টিরও বেশি দেশে এই দিবসটি পালন করা হয়। দিবসটি পালনে আন্তর্জাতিক সংগঠন এডুকেশন ইন্টারন্যাশনাল (EI) এবং তাদের সহযোগী ৪০১টি সদস্য সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রতি বছরই তারা একটি প্রতিপাদ্য নির্ধারণ করে, যা শিক্ষকতার মর্যাদা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ দিকনির্দেশনা তুলে ধরে।

দিবসটি উপলক্ষে আজ সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক সংগঠন ও শিক্ষার্থীদের উদ্যোগে দেশব্যাপী র‌্যালি, আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সকালে অনুষ্ঠিত হবে জাতীয় পর্যায়ের ‘গুণী শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠান’। সেখানে বিভিন্ন পর্যায়ের ১২ জন শিক্ষককে সম্মাননা দেওয়া হবে। এজন্য প্রাথমিকভাবে ৩৬ জন শিক্ষককে মনোনীত করা হয়েছিল। নির্বাচিত শিক্ষকরা এসেছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মাধ্যমিক, মাদরাসা, কারিগরি ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে।

শিক্ষক দিবসের এই আয়োজনে অংশ নিয়ে শিক্ষার্থীরা বলছেন, একজন ভালো শিক্ষকই একজন ভালো নাগরিক গড়ে তুলতে পারেন। তাই শিক্ষককে শুধু শ্রদ্ধা নয়, প্রাপ্য সম্মানও দিতে হবে প্রতিদিন।


Side banner
Link copied!