• ঢাকা
  • রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২

শিক্ষার্থীদের স্বপ্নের ক্যাম্পাস গড়তে চান জাকসুর ভিপি-জিএস


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৫, ০৩:০৮ পিএম
শিক্ষার্থীদের স্বপ্নের ক্যাম্পাস গড়তে চান জাকসুর ভিপি-জিএস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত হলো। টানটান উত্তেজনা, ভোট গণনায় দীর্ঘ প্রতীক্ষা, দুর্ঘটনা ও নানা আশঙ্কার পর অবশেষে শিক্ষার্থীরা পেলেন নতুন নেতৃত্ব। শিক্ষার্থীদের প্রত্যাশা—নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদক (জিএস) মিলে গড়ে তুলবেন তাদের স্বপ্নের ক্যাম্পাস।

রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে প্রতিক্রিয়া জানান নবনির্বাচিত জিএস মাজহারুল ইসলাম। তিনি বলেন,

“সব দল-মতকে সঙ্গে নিয়েই কাজ করবো। জুলাই স্পিরিটকে ধারণ করে শিক্ষার্থীদের চাহিদার প্রতিফলন ঘটানো আমার প্রথম কাজ।”

একাডেমিক কর্মকাণ্ডে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, “জাহাঙ্গীরনগরে রাজনীতি সংকুচিত হচ্ছে না। আমরা ইতিবাচক প্রভাবকে সামনে এগিয়ে নিয়ে যাবো। একটি গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে কাজ করবো।”

নির্বাচনের ফল প্রত্যাশিত উল্লেখ করে মাজহারুল বলেন, শিবিরের জয় অনেকটাই অনুমেয় ছিল। তবে ছাত্রদল ও বাম সংগঠনগুলোকে সঙ্গে নিয়েই শিক্ষার্থীদের স্বার্থে কাজ করতে চান তিনি।

অন্যদিকে, নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু জানান, তার মূল লক্ষ্য জাহাঙ্গীরনগরে লেজুড়বৃত্তিক রাজনীতি নির্মূল করা। তিনি বলেন,

“আগামী এক বছর শুধু শিক্ষার্থীদের জন্যই কাজ করবো।”

এছাড়া ভবিষ্যতে দেশের জন্য কাজ করে এমন কোনো রাজনৈতিক দলে যুক্ত হওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।


Side banner
Link copied!