• ঢাকা
  • সোমবার, ০৪ ডিসেম্বর, ২০২৩, ১৯ অগ্রাহায়ণ ১৪৩০

মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আবেদনের সময় বাড়ল ১৮ নভেম্বর পর্যন্ত


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৩, ০২:২৬ পিএম
মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আবেদনের সময় বাড়ল ১৮ নভেম্বর পর্যন্ত
ছবি - সংগৃহীত

সারাদেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং মহানগরী ও জেলা সদর উপজেলার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির আবেদন করার সময় ১৮ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
আজ বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক ও ঢাকা মহানগর ভর্তি কমিটির সদস্যসচিব মোহাম্মদ আজিজ উদ্দিন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

২০২৪ সালে বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য গত ২৪ অক্টোবর বেলা ১১টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়, তা চলে মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত। এখন তা আরও চারদিন বাড়ানো হল। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৮ নভেম্বর বিকাল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন ফরম পূরণ করা যাবে। ফরম পূরণের পর আবেদনকারীরা সেদিন রাত ১২টা পর্যন্ত আবেদন ফি জমা দিতে পারবেন। শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে স্কুল থেকে কোনো ভর্তি ফরম বিতরণ করা হবে না। সরকারি ও বেসরকারি স্কুলে ভর্তির জন্য শুধু যঃঃঢ়ং://মংধ.ঃবষবঃধষশ.পড়স.নফ ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করা যাবে।
আর ১১০ টাকার আবেদন ফি পরিশোধ করা যাবে শুধু টেলিটক প্রি-পেইড নম্বর থেকে।
ভর্তিচ্ছুরা আবেদনের সময় সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দ করতে পারবে। প্রথম শ্রেণিতে ভর্তির আবেদনের জন্য শিক্ষার্থীর বয়স ৬ বা তার বেশি হতে হবে।
কোটা থাকায় শিক্ষক-কর্মচারীদের সন্তানরা অনলাইনে আবেদন ছাড়াই অভিভাবকের বিদ্যালয়ে ভর্তি হতে পারবেন।
সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্কুলে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ার তারিখ, সময় ও স্থান পরবর্তী সময়ে জানিয়ে দেয়া হবে।


Side banner
Link copied!