• ঢাকা
  • শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

খালেদা জিয়ার প্রটোকল বহরে হিটস্ট্রোকে অসুস্থ জবি ছাত্রদল নেতা


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মে ৭, ২০২৫, ১২:১৩ পিএম
খালেদা জিয়ার প্রটোকল বহরে হিটস্ট্রোকে অসুস্থ জবি ছাত্রদল নেতা

বেগম খালেদা জিয়ার দেশে আসার খবরে প্রটোকল বহরে অংশ নেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা আজিজুর রহমান। প্রচণ্ড গরমে হিটস্ট্রোক করেছেন তিনি। 

আজিজুর রহমান জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পদে আছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

আজ মঙ্গলবার রাজধানীর হোটেল লা মেরিডিয়ান এলাকায় জবি ছাত্রদলের পক্ষ থেকে প্রটোকল বহর থেকে তিনি হিটস্ট্রোক করেন। পরবর্তীতে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেন দলীয় নেতাকর্মীরা।

জবি ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, ‘দেশনেত্রী দেশে আসবে শুনে খুশিতে সারা রাত নির্ঘুম থেকে প্রগ্রামে আসায় এবং প্রচণ্ড গরম থাকায় হিটস্ট্রোকে আক্রান্ত হওয়ায় সঙ্গে সঙ্গে আজিজুরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়।এখন সে হাসপাতালেই আছে।’


Side banner
Link copied!