• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিল্পীদের উন্নয়নে কাজ করবেন ঊর্মিলা শ্রাবন্তী


FavIcon
বিনোদন ডেস্ক:
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২২, ০২:১৪ পিএম
শিল্পীদের উন্নয়নে কাজ করবেন ঊর্মিলা শ্রাবন্তী
ছবি: সংগৃহীত

আগামী ২৮ জানুয়ারি টেলিভিশন নাটকের শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের নির্বাচন। নির্বাচনে প্রার্থী হয়েছেন একঝাঁক শিল্পী। এবার নেই কোনো প্যানেল। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২১ জন বিজয়ী হয়ে নতুন কমিটি গড়বেন সংগঠনটির ভবিষ্যতের জন্য। প্রতিবছরের মতো এবারও বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।নাট্যপাড়া মেতেছে তাই ভোট উৎসবে। শিল্পীরা এক হলেই চলছে ভোটের গল্প। চায়ের চুমুকে ভোটের আলাপ জমে উঠেছে। এবার আইনও কল্যাণ সম্পাদক পদে নির্বাচন করছেন জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি নির্বাচনী প্রচারণায়।
ঊর্মিলা শ্রাবন্তী কর বলেন, ‘গণতান্ত্রিকভাবে একটা নির্বাচন হতে যাচ্ছে অভিনয় শিল্পী সংঘের। মনে হচ্ছে যেন উৎসবের মধ্যে আছি। সবাই একটা আনন্দের মধ্যে রয়েছি। যেখানেই যাচ্ছি ভোটের আমেজ। ভোটারদের কাছে ভোট চাইছি। অন্যদিকে এক প্রার্থী অন্য প্রার্থীর থেকেও ভোট চাইছি। এককথায় অসাধারণ। দিনশেষে আমরা তো সবাই শিল্পী। একই পরিবার, একসঙ্গে দিনরাত কাটে। নির্বাচনটা একটা উৎসবের আয়োজন মাত্র।এই অভিনেত্রী আরও বলেন, ‘শিল্পীদের সবাইকে এবার অনুরোধ- স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্দেশনা মেনে ভোট দিতে আসবেন। আমরাও যারা নির্বাচন করছি সবাই চেষ্টা করছি স্বাস্থ্যবিধি মেনে চলতে।নির্বাচিত হলে শিল্পীদের জন্য কী কাজ করার পরিকল্পনা নিয়েছেন? এর জবাবে ঊর্মিলা শ্রাবন্তী কর বলেন, আমি সবসময় শিল্পীদের পাশে থাকতে চাই। সুখে-দুঃখে সবসময়। তাদের জন্য নির্বাচনে এসেছে। অনেক পরিকল্পনাই আছে যা শিল্পীদের উন্নয়নে কাজে আসবে। সবার সহযোগিতা পেলে অনেক কিছুই করতে পারবো।


Side banner
Link copied!