• ঢাকা
  • শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

আইটেম গানে নেচে ঝড় তুললেন চাহালের প্রাক্তন স্ত্রী ধনশ্রী


FavIcon
বিনোদন ডেস্ক:
প্রকাশিত: মে ৮, ২০২৫, ০১:১৪ পিএম
আইটেম গানে নেচে ঝড় তুললেন চাহালের প্রাক্তন স্ত্রী ধনশ্রী

ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের সঙ্গে বিচ্ছেদের পর বলিউডের গ্ল্যামার দুনিয়ায় নিজের জায়গা করে নিতে মরিয়া তার প্রাক্তন স্ত্রী ধনশ্রী ভার্মা। সম্প্রতি অভিনেতা রাজকুমার রাও-এর সঙ্গে একটি আইটেম গানে পারফর্ম করে চর্চার কেন্দ্রবিন্দুতে এসেছেন এই নৃত্যশিল্পী।

বলিউডের আসন্ন সিনেমা ‘ভুল চুক মাফ’-এর ‘টিং লিং সাজনা’ শিরোনামের এই গানে রাজকুমারের সঙ্গে দুর্দান্ত পারফর্ম করেছেন ধনশ্রী। গানটি মুক্তি পাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলেছে, ধনশ্রীর নাচ ও উপস্থিতি দর্শকদের নজর কেড়েছে।

পেশায় একজন চিকিৎসক হলেও ধনশ্রী বরাবরই নাচের জগতে সক্রিয়। বিয়ের পর কিছুটা গতি কমলেও বিচ্ছেদের পর আবার পুরোদমে ক্যারিয়ার গড়তে মনোনিবেশ করেছেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও তিনি বেশ সরব, নিয়মিত নাচের ভিডিও, ফ্যাশন ফটোশ্যুট এবং ব্যক্তিগত জীবনের মুহূর্ত শেয়ার করেন অনুরাগীদের সঙ্গে।

গানটির শ্যুটিংয়ের মুহূর্তের কিছু ছবি ও ভিডিও তিনি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন। লাল ব্রালেট এবং থাই-স্লিট স্কার্টে ধনশ্রীর লুক ইতোমধ্যে নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে। পোস্টে ধনশ্রী লেখেন, ‘রঞ্জনের ব্যাচেলর পার্টিতে আপনারা আসছেন তো? আগামী ৯ মে প্রেক্ষাগৃহে দেখা হবে।’

প্রসঙ্গত, চাহাল ও ধনশ্রী ২০২০ সালের ২২ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন। দীর্ঘদিন ধরেই তাদের সম্পর্কে টানাপোড়েন চলছিল বলে গুঞ্জন ছিল। সম্প্রতি বান্দ্রা আদালতের রায়ের মাধ্যমে তাদের বিচ্ছেদ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়।

বর্তমানে একদিকে চাহাল আইপিএল নিয়ে ব্যস্ত সময় পার করছেন, অন্যদিকে ধনশ্রী নিজের বলিউড ক্যারিয়ারে গতি আনতে কাজ করছেন একের পর এক প্রজেক্টে। দর্শকদের অনেকেই বলছেন, বিচ্ছেদের পর যেন আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন ধনশ্রী।


Side banner
Link copied!