
সাইফ আলী খান, জয়দীপ আহলাওয়াতের মতো দুই তুখোড় অভিনেতা থাকার পরেও সেভাবে সাড়া ফেলতে পারেনি ‘জুয়েল থিফ—দ্য হাইস্ট বিগিনস’ ২৫ এপ্রিল নেটফ্লিক্সে মুক্তি পায় কুকু গুলাটির সিনেমাটি। তাই দর্শকের আগ্রহও ছিল প্রবল। ছবির গানে জয়দীপের নাচ দেখেও চমকে গিয়েছিল দর্শক। তবে মুক্তির পর চিত্র একেবারে বিপরীত।দর্শক-সমালোচক অধিকাংশের কাছ থেকেই মিলেছে নেতিবাচক প্রতিক্রিয়া।অনেকেই বলেছেন, ছবিটি দেখা মানে সময় অপচয় করা। তবে সেসব সমালোচনার ভিড় ঠেলে ভিউতে চমকে দিয়েছে ‘জুয়েল থিফ’। ২০২৫ সালে নেটফ্লিক্সে সর্বোচ্চ ভিউর রেকর্ড গড়েছে ছবিটি।মাত্র দুই সপ্তাহে এক কোটি ৬১ লাখেরও বেশিবার দেখা হয়েছে এটি। এর মধ্যে প্রথম সপ্তাহের ভিউ ৭৮ লাখ। দ্বিতীয় সপ্তাহে তা আরো বেড়েছে।
ধারণা করা হচ্ছে, নেতিবাচক প্রতিক্রিয়ার কারণেও অনেকে ছবিটি দেখার জন্য নেটফ্লিক্সে ভিড় করছে।কেউ কেউ অবশ্য ছবিটিকে বিনোদনমূলক বলে মন্তব্য করেছেন।
বুদাপেস্ট, ইস্তানবুল ও মুম্বইয়ের পটভূমিকায় নির্মিত এই চমকপ্রদ ছবি বুদ্ধি, প্রতারণা ও অ্যাকশনের লড়াই। সাইফ ও জয়দীপের সঙ্গে ছবিতে আরো আছেন নিকিতা দত্ত, কুনাল কাপুর, গগন অরোরা, কুলভূষণ খরবান্দা প্রমুখ।
আপনার মতামত লিখুন :