
দেশে সবশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে কারও মৃত্যু হয়নি। ফলে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৩৮ জনই রয়েছে। তবে বেড়েছে শনাক্ত।
রোববার (১৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ সময়ে নতুন করে আরও ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ৩৬ হাজার ৯২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ১৬ জন ঢাকা জেলার এবং একজন জয়পুরহাট জেলার।
এর আগে শনিবার আগের ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয় ১৪ জনের। এসময়ে একজনের মৃত্যু হয়।
স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় ১ হাজার ৬১২টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৬৫ শতাংশ।
এ সময়ে করোনা আক্রান্ত ৬৪ জন সুস্থ হয়েছেন। এনিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৮৬ হাজার ৭৯৪ জন।
দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর একই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।
আপনার মতামত লিখুন :