• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রাহায়ণ ১৪৩১

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরো ১১ জনের মৃত্যু


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৪, ০৬:৩২ পিএম
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরো ১১ জনের মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ৪৫৯ জনের মৃত্যু হলো।

গত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৭৯ জন রোগী। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ৮৬ হাজার ৭৯১ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।


রবিবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত ১১ জনের মধ্যে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনে ৯ জনের মৃত্যু হয়েছে। অন্য দুজন খুলনা বিভাগের বাসিন্দা। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে এক হাজার ২৩০ ডেঙ্গু রোগী।
এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত সুস্থ হয়ে ৮২ হাজার ৬১২ জন ছাড়পত্র পেয়েছে। এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৯৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৩, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৭২, ঢাকা উত্তর সিটিতে ১৯৪, ঢাকা দক্ষিণ সিটিতে ১২১ ও খুলনা বিভাগে ১৪৩ জন রয়েছে। এ ছাড়া রাজশাহী বিভাগে ৫৮ জন, ময়মনসিংহে ৩৫, রংপুর বিভাগে ১৭ এবং সিলেটে ৯ জন নতুন রোগী ভর্তি হয়েছে।


Side banner
Link copied!