• ঢাকা
  • সোমবার, ০৫ মে, ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

কারাগার থেকে টেন্ডার বিজ্ঞপ্তির কাগজ আনলেন হাজী সেলিম


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মে ৫, ২০২৫, ০১:০১ পিএম
কারাগার থেকে টেন্ডার বিজ্ঞপ্তির কাগজ আনলেন হাজী সেলিম

পত্রিকায় প্রকাশিত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জাহাজের টেন্ডার সংক্রান্ত বিজ্ঞপ্তির কাগজ কেটে আদালতে নিয়ে এসেছেন সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাজী সেলিম। 

আজ সোমবার কারাগারে থেকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পত্রিকার বিজ্ঞপ্তির অংশ নিয়ে আসেন। পরে কাগজের অংশ তার আইনজীবী শ্রী প্রাণ নাথের কাছে পৌঁছে দেন। 

এ বিষয়ে আইনজীবী শ্রী প্রাণ নাথ বলেন, আমার মক্কেল কারাগারে ডিভিশন পেয়েছেন।এজন্য তাকে পত্রিকা দেওয়া হয়। তিনি পত্রিকা পড়তে গিয়ে জাহাজের টেন্ডার সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখতে পান। যেহেতু তার জাহাজ রয়েছে, সেটার খোঁজ খবর নিতেই তিনি পত্রিকার বিজ্ঞপ্তি কেটে নিয়ে আসেন।

 

এদিন সকালে তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।পরে শাহবাগ থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর শুনানি শুরু হয়। এসময় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী উপস্থিত ছিলেন। 

 

শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখান। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।এর আগে গত বছরের ২ সেপ্টেম্বর রাতে পুরান ঢাকার বংশাল এলাকা থেকে হাজী সেলিমকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বিভিন্ন মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।


Side banner
Link copied!