
শেরপুর-১ (সদর) আসনের সাবেক এমপি ও জাতীয় সংসদের সাবেক হুইপ আতিউর রহমান আতিক ও তার স্ত্রী শান্তনা বেগমের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলমান থাকায় এ আদেশ দেওয়া হয়।
শনিবার (২৪ মে) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দিয়েছেন। দুদকের পক্ষে নিষেধাজ্ঞার আবেদন করেছিলেন উপ-পরিচালক মোজাম্মিল হোসেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিষেধাজ্ঞার আবেদনে বলা হয়েছে, সাবেক সংসদ সদস্য আতিউর রহমান আতিকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ এবং নিজ ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটির অনুসন্ধান চলমান রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পালাতে পারে বলে জানা গেছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন বন্ধ করা প্রয়োজন।
এদিকে, স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক এমপি আতিউর রহমান আতিক সস্ত্রীক জুলাই-২৪ গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে রয়েছেন। প্রথমদিকে রাজধানী ঢাকাতে থাকলেও কয়েকমাস আগে কয়েকজন দলীয় নেতাকর্মীর সঙ্গে আতিউর রহমান আতিকও সীমান্ত অতিক্রম করে ভারতে চলে গেছেন। বর্তমানে তিনিসহ শেরপুর জেলার আরও কয়েকজন আওয়ামী লীগ নেতা ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থান করছেন বলে নির্ভরযোগ্য দলীয় সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, এর আগে ২০১৮ সালে ক্ষমতাসীন থাকা অবস্থায় দুদকের অনুসন্ধানে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছিলেন সাবেক এমপি ও সাবেক হুইপ আতিউর রহমান আতিক।সে সময় তিনি সশরীরে দুদকে হাজির হয়ে সম্পদের হিসাব দাখিল করলে অনুসন্ধানের পর দুদক অভিযোগটি পরিসমাপ্তি করেছিলেন।
আপনার মতামত লিখুন :