
যে প্রক্রিয়ায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) ব্যবস্থাপনা বিদেশি কম্পানিকে দেওয়ার পদক্ষেপ নেওযা হয়েছে, তার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে।
যুব অর্থনীতি ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হাসান এই রিটে করেছেন বলে মঙ্গলবার সাংবাদিকদের জানিয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম। আগামী রবিবার রিটটিতে শুনানি হতে পারে বলে জানিয়েছেন এই আইনজীবী।পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ আইন লংঘন করে দেশীয় অপারেটরদের অনুমতি না দিয়ে এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়া কেন আইনগত কর্তৃত্ব বর্হিভূত হবে না, তা জানতে রুল জারির আরজি জানানো হয়েছে।একই সঙ্গে যে কোনো অপারেটরসকে কন্টেইনার টার্মিনাল পরিচালানার দায়িত্ব দেওয়ার আগে আইন অনুসারে ন্যায্যভাবে নিলাম আহবানের নির্দেশ কেন দেওয়া হবে না, সে প্রশ্নেও রুল চাওয় হয়েছে রিটে।
নৌ পরিবহন সচিব, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সরকারি-বেসরকারি অংশীদারিত্ব কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তাকে (সিইও) বিবাদী করা হয়েছে রিটে।
চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা নিয়ে সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বক্তব্য নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। বন্দর ব্যবস্থাপনার জন্য বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির বিরোধীতা করছে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল।আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে বাম দলগুলো। চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা নিয়ে বিদেশি কোম্পানির সঙ্গে সরকারের কোনো চুক্তি হয়েছে কিনা বা আদৌ কোনো চুক্তি হবে কিনা, এনিয়ে ধোঁয়াশা রয়েছে। সরকারের তরফ থেকে সুস্পষ্ট কোনো বক্তব্য আসেনি এখন পর্যন্ত। এনিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে এই রিট আবেদনটি করা হলো।
আপনার মতামত লিখুন :